সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং সৃষ্টির সেবা- এই তিন প্রতিপাদ্যকে সামনে রেখে গঠিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন নাজিরপুর উলামা পরিষদের উদ্যোগে ঢাকা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে (২৪ জুন) শনিবার বাদ মাগরিব সদ্য প্রয়াত বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা নিজামুদ্দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মুফতি সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি আবুল হাসানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই আল্লামা নিজাম উদ্দীন রহ: এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এ সময় দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি কামরুল ইসলাম আরেফী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী, মুফতি মোসলেহ উদ্দীন, মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, মাওলানা আবু হানিফ, মুফতি ওমর ফারুক, মুফতি আসলাম হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শমশের আলী ও মাওলানা ওসমান গনী প্রমুখ। আলোচনা শেষে পরিষদের সভাপতি মুফতি সাখাওয়াত হোসাইন দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।