চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাদ্রাসার (বড় মাদ্রাসা) নায়েবে মুহতামিম ও শায়খে সানী হযরত আল্লামা হাফেজ শোয়াইব জমিরী (দা.বা.) এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন হাটহাজারী মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় তাঁর সাথে ছিলেন মডেল থানার ওসি (তদন্ত) মুহাম্মদ নূরুল আলম এবং ওসি (গোয়েন্দা) মুহাম্মদ আমিরুল ইসলাম। মাদ্রাসার পক্ষে আরো উপস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আহমদ দিদার কাসেমী (দা.বা.), সিনিয়র শিক্ষক মুফতি রাশেদুল ইসলাম, মাওলানা মুনির আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা শফিউল আলম, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা হাসান মুরাদ প্রমুখ।
নবাগত ওসি মোহাম্মদ মনিরুজ্জামান সর্বস্তরে আইন-শৃঙ্খলা রক্ষায় জামিয়া দারুল উলূম হাটহাজারী সহযোগিতা কামনা করেন এবং যে কোন প্রয়োজনে সার্বিক সহযোগিতা দানের আশ্বাস দেন।
এ সময় আল্লামা হাফেজ শোয়াইব জমিরী স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা দ্বীনি শিক্ষার বিস্তার ও বহুমুখী দাওয়াহ কার্যক্রমের পাশাপাশি দেশ থেকে নিরক্ষরতা ও দারিদ্রতা দূরিকরণে যেমন অব্যাবহত কাজ করে যাচ্ছে, তেমনি দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা, সহনশীলতা ও সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত কোনরূপ গোলযোগ ও বিশৃঙ্খলার নজির নেই। বিশৃঙ্খলায় জড়িত কারো পক্ষে এই প্রতিষ্ঠানে থাকার সুযোগ নেই।
তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশ প্রশানের গুরুত্ব অপরিসীম। আপনারা সুশাসন, সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় ন্যায়নিষ্ঠার সাথে কাজ করে যাবেন, এটাই আমরা আশা করি। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইনের সঠিক প্রয়োগে আপনাদের দায়িত্বশীল ভূমিকা ও ন্যায়নিষ্ঠ উদ্যোগের প্রতি আমাদের সমর্থন ও দোয়া থাকবে।