পটুয়াখালীর বাউফলে শান্তি সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল বাউফল উপজেলা দলীয় কার্যালয় জনতা ভবনে উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য পচুয়াখালী জেলার শান্তি সমাবেশের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান আবির।
নেতৃবৃন্ধ বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং অতীতের ন্যায় তারা আগুন সন্ত্রাস করে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থার সৃষ্টির পায়তারা করছে। তাদের এ ষরযন্ত্র রুখতে যুবলীগকে মাঠে ময়দানে সজাগ থেকে জনগনের পাশে থাকার জন্যই প্রতিটি জেলা উপজেলায় শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। সভা সঞ্চালন করেন বাউফল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল।
এ সময়ে বাউফল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও বাউফল পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।