টাঙ্গাইলের দেলদুয়ারে আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুই গ্রুপে বিভক্ত হয়ে পৃথক ভাবে পালন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকের নেতৃত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন ভবন) র্যালিয়োত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। অপরদিকে বিকাল সাড়ে ৪টায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের অপর একটি কার্যালয়ে র্যালিয়োত্তর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির পরিচালক ব্যারিস্টার রেজা-ই-রাকিব।