রাজস্ব আয় বাড়াতে সরকার আগামী ২০২৩-২৪ অর্থবছরেও পরোক্ষ করের ওপর নির্ভর করার পরিকল্পনা করেছে বাজেটে। তবে প্রতিবেশীসহ উন্নত দেশের মতো প্রত্যক্ষ করেই জোর দেয়া উচিত সরকারের। মূল কথা হলো সরকারের প্রত্যক্ষের চেয়ে পরোক্ষ করে জোর দেওয়ার বিদ্যমান নীতি বজায় থাকলে দেশে বাড়তে থাকা আয় ও সম্পদ বৈষম্য দূর করা খুবই কঠিন হবে। আয় বৈষম্য বেড়ে যাচ্ছে। এটা কমাতে পরোক্ষ কর না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়াতে হবে। দেশের বিদ্যমান অর্থনীতির নানা সীমাবদ্ধতার ফলে পর্যাপ্ত কর্মসংস্থানও নিশ্চিত করা যাচ্ছে না। যারা কর্মসংস্থানে আছেন তাদের সবার আয়-উপার্জনও সুষম হারে বাড়ছে না। এ পরিস্থিতিতে দেশে সংখ্যাগরিষ্ঠ নিম্ন আয়ের এবং আড়াই কোটি হতদরিদ্রকে প্রতিনিয়ত পণ্য ও সেবা ভোগের জন্য পরোক্ষ করের বোঝা বইতে হচ্ছে। এতে ব্যক্তির আয় সংকুচিত হয়ে আসছে এবং বৈষম্যও বাড়ছে। এ অবস্থায় তাদের ওপর বাড়তি ভ্যাটের চাপ অসহনীয় হয়ে উঠবে। ভ্যাটের ভার বাড়ানো হলে অনেক খাতে খরচ বাড়বে। এতে সাধারণ আয়ের বেশিরভাগ মানুষের ভোগান্তিও বাড়বে। ওয়েভ ফাউন্ডেশনের ‘প্রোগ্রেসিভ ট্যাক্সেশন ইন বাংলাদেশ: হোয়াই অ্যান্ড হাউ?’-এর গবেষণা বলছে, সরকারের পরোক্ষ করের ওপর অধিক নির্ভরশীলতার কারণে প্রতিনিয়ত নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়ছে। নতুন বাজেটে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার প্রস্তাবে প্রত্যক্ষ কর থেকে আদায়ের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে প্রায় ৩৬ শতাংশর কাছাকাছি হতে পারে। চলতি অর্থবছরে যা ছিল লক্ষ্যমাত্রার ৩৩ শতাংশ। আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরোক্ষ কর বা ভ্যাট ১ লাখ ৬৩ হাজার ৮৩৭ কোটি টাকা। যা চলতি অর্থবছরে ছিল ১ লাখ ৪৬ হাজার ২২৭ কোটি টাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের এ পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ লাখ। এরমধ্যে রিটার্ন দাখিল হয়েছে মাত্র ৩২ লাখ। এদের মধ্যে আয়কর দাতার সংখ্যা আরও কম। দেশে এখন প্রতিদিন ধনীর সংখ্যা বাড়ছে। তাদের কাছ থেকে সম্পদ কর নেওয়ার ব্যবস্থা করতে হবে। দেশের সাধারণ মানুষের উপর করের বোঝা বা চাপ কামাতে হবে। যেসব মানুষ প্রত্যক্ষ কর দিতে সামর্থবান কিন্তু দিচ্ছে না কিংবা যারা ফাঁকি দিচ্ছেন তাদের চিহ্নিত করে করের আওতায় এনে রাজস্ব আহরণ বাড়ানোর নীতি গ্রহণ করতে হবে। সার্বিকভাবে রাজস্ব আহরণ বাড়াতে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে পারলে রাজস্ব আহরণ একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব।