প্রাণিসম্পদ খাতে সরকারের প্রচেষ্টা এবং খামারি ও গবেষকদের অবদানের জন্যই আজ বাংলাদেশে কোরবানির পশুর জন্য পরনির্ভরশীলতা কমে এসেছে, এমনকি গত কয়েক বছর ধরে কোরবানির পশু উদ্বৃত্ত থাকছে। ২০১৪ সালের পশু সংকটের পর বাংলাদেশ সরকার এবং খামারিরা উপলব্ধি করেন, দেশের ভেতরেই গবাদিপশুর সংখ্যা বাড়াতে হবে। মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর কোরবানির জন্য ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি পশু প্রস্তুত রয়েছে। এ বছর কোরবানির জন্য প্রয়োজন হবে ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি পশু। চলতি বছর কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি। কিন্তু কোরবানিযোগ্য পর্যাপ্ত পশু থাকলেও একশ্রেণির অসাধু, অতিমুনাফালোভী কারবারি নানাভাবে পশুর কৃত্রিম সংকট তৈরি করে ব্যক্তি স্বার্থ হাসিল করে। এতে করে ভোক্তা পর্যায়ের সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হয়। অন্যদিকে সাধারণ ছোট ছোট খামারিরাও ক্ষতির সম্মুখীন হন। এসব ক্ষতির হাত থেকে খামারিদের রক্ষা করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের একটি হলো অন্যান্য বছরের মতো এবারও রেলে কোরবানির পশু পরিবহন করা হবে। যে অঞ্চলে গবাদি পশুর উৎপাদন বেশি, সেই অঞ্চল থেকে যে অঞ্চলে উৎপাদন কম সেই অঞ্চলে রেলের মাধ্যমে পশু পরিবহন করা যাবে। এ ক্ষেত্রে রেল কম খরচে পশু পরিবহনের সুযোগ করে দেবে। ভোক্তা পর্যায়ে একজন সাধারণ মানুষ কীভাবে সুস্থ ও অসুস্থ গরু চিনতে পারবে, সে ব্যাপারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বিভিন্ন বার্তা প্রদান করতে হবে। এসব বার্তার মাধ্যমে কোরবানির পশুর হাটে একজন ক্রেতা সহজেই বুঝতে পারবেন গরুটি সুস্থ নাকি অসুস্থ। সরকারি নির্দেশনা রয়েছে, কেউ খামারে পশু বিক্রি করলে তার কাছ থেকে হাসিল আদায় করা যাবে না। কোনো খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলেও তাকে হাসিল দিতে হবে না। হাটে আনার পথে কেউ পশু বিক্রি করলে তার কাছ থেকে ইজারাদার জোর করে চাঁদা বা হাসিল আদায় করতে পাবেন না। পশুর যেন কৃত্রিম সংকট না হয়, সে জন্য হাটে আনার পথে, বাড়িতেও পশু বিক্রি করা যাবে। হাটে পশু বিক্রেতা ও ক্রেতারা উভয়েই আরেকটি বিড়ম্বনা স্বীকার হন বিভিন্ন অসাধু চক্রের কারনে। কিছু চক্র আছে যারা জাল নোট নানা কায়দায় ছড়িয়ে দেয়। হাটে এসব চক্রের সদস্যরা সক্রিয় থাকে। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে সচেতন থাকতে হবে। সারাদেশের অনুমোদিত কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তের বুথ বসানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে দেশের প্রতিটি পশুর হাটে এ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে বাংলাদেশ ব্যাংকে। এতে অনেকটাই স্বস্তি পাবে ক্রেতা-বিক্রেতারা। পশুর হাটে কমে যাবে অসাধু চক্রের স্বীকার নানা বিড়ম্বনা।