ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভায় ৩ হাজার ৮১ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১ টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচীর আওতায় হাকিমপুর হিলি পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত। ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী'র উপহারের চাল পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষ।
পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, বর্তমান শেখ হাসিনার সরকার গরীব দুঃখী অসহায় মানুষের সরকার। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বার বার দরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। এ সময় প্রতি জনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।