রংপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল অফিসে স্বাস্থ্যসেবা ক্যাম্পে রংপুর সদর শাখা, পৌরসভা শাখা এবং সিও বাজার শাখার ক্ষুদ্র উদ্যোক্তাদের ওজন, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার স্ক্রিনিংসহ অন্যান্য প্রাথমিক টেস্টসহ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেন, ডাঃ মোঃ জাকারিয়া আলম। উল্লেখ্য, বিশ্বব্যাংক ও পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের উপ-প্রকল্প প্রমোশন অফ সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্রাকটিসেস প্রকল্প বাস্তবায়ন করছে।