দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক যুবক মৃত্যুবরণ করেছে। এ ঘটনাটি ২২ জুন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের সূখীপীর বানিয়াপাড়ায় ঘটেছে। নিহত যুবক ওই পাড়ার মৃত ওয়াহেদ আলীর ২য় ছেলে।
প্রত্যক্ষদর্শিগণ প্রতিবেশি কয়েকজন জানান, নিহত যুবকের স্ত্রী তাদের ব্যবহৃত মাটির ঘরটি মোছার সময় তার স্বামী জমিতে আমন ধানের চারা লাগানো শেষে বাড়িতে আসলে তার স্ত্রীর কথায় বিদ্যুতের তার ঠিক করার জন্য ঘরে ঢুকে বিদ্যুতের লাইন ঠিক করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাঁকে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে ও একটি সাধারণ ডাইরী করা হয়েছে।