টাঙ্গাইলের দেলদুয়ারে জনি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল পৌনে ১১ টায় লাউহাটী বাজারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন লাউহাটী বাজার বণিক সমিতি ও লাউহাটী সুশিল সমাজ। সুশিল সমাজের সমন্বয়ক মাসুকুল হক মোরাদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাজার বণিক সমিতির সভাপতি আমিন মোহাম্মদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এলাকার সুধিজন হাবিবুর রহমান সরকার, লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুজ্জামান খান জিন্না, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকিরুল হক, ইউপি সদস্য জোয়াহেরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম প্রমূখ। লাউহাটী এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে লাউহাটী ও হেরন্ডপাড়া গ্রামের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে লাউহাটী গ্রামের কতিপয় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে খুন হন হেরন্ডপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে জনি।