বাগেরহাটের চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লাইলি বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার ঘটনা ধামাচাপা দিতে প্রতিপক্ষরা জোর পূর্বক এক ভ্যান চালকে দিয়ে থানায় মিথ্যা সাক্ষী দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবুবক্কর নামে ওই ভ্যান চালক মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
উপজেলার শান্তিখালী গ্রামের মানোয়ার শেখের স্ত্রী গৃহবধূ লাইলি বেগম জনান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৭ জুন শনিবার সন্ধ্যায় প্রতিবেশি জসিম শেখ, মনিরুজ্জামান ও জাহাঙ্গীর শেখসহ কয়েকজন মিলে তার উপর হামলা চালায়। এ সময় তাকে মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করলে স্বজনরা উদ্ধার করে দ্রুত চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে এনে ভর্তি করে। তাকে মারপিটের ঘটনা ধামাচাপা দিতে প্রতি পক্ষের কেরামত শেখ শান্তিখালী গ্রামের ভ্যানচাল আবুবক্কর খানকে দিয়ে থানায় মিথ্যা সাক্ষী দেওয়ায়। বিষয়টি জানাজানি হলে ২১ জুন বুধবার সকাল ১০টায় আবুবক্কর খানকে লোকজন ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কেরামত শেখের চাপে পড়ে থানায় মিথ্যা সাক্ষী দিয়েছেন বলে ভুল স্বীকার করে ক্ষমা চান। হামলায় আহত লাইলি বেগম ঘটনাটি তদন্তপূর্বক অপরাধীদের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে ভ্যানচাল আবুবক্কর খানের সাথে কথা হলে তিনি জানান, চাপে পড়ে তিনি থানায় গিয়ে মিথ্যা সাক্ষী প্রদান করেছেন। বিষয়টির জন্য তিনি অনুতপ্ত।
এ ব্যাপারে কেরামত শেখের সাথে কথা হলে তিনি জানান, ভ্যানচালকে দিয়ে কোন মিথ্যা সাক্ষী দেওয়ার তিনি সম্পৃক্ত নন।
চিতলমারী থানার এসআই জাঙ্গীর আলম জানান, লাইলি বেগমের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।