চট্টগ্রামে জামাল খান মোড়ে সড়কের পাশে দেয়াল জুড়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের আলোকচিত্র নিয়ে তৈরী মুর্যালসহ ৫০টি চিত্রকর্ম ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শান্তির দাবীতে মানববন্ধন করেছে রাঙ্গামাটির বীর মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বুধবার (২১ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কাযালয়ের সম্মুখে ঘন্টা ব্যাপী মানববন্ধনে রাঙ্গামাটি জেলার বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রাঙ্গামাটি জেলার বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গামাটি জেলে ইউনিটির ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুর জব্বার সুজন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকাশ চাকমা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সহ সভাপতি এড. মামুন ভুঁইয়াসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যাচ্ছেন তখন দুষ্কৃতিকারীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। বঙ্গবন্ধু কেবল কোন রাজনৈতিক দলের নেতা নন, তিনি আমাদের জাতির পিতা। তার সাথে দেশের স্বাধীনতার অস্তিত্ব জড়িত। মূলত যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই আমাদের স্বাধীনতার চেতনার উৎস বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের মতো ঘৃণ্য কাজ করেছে। জাতির পিতার মুর্যালসহ স্বাধীনতার উপর আঘাত হানা কুলাঙ্গারদের গ্রেপ্তার পূর্বক দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানান।