অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর অভিযানে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে জেনিন শহরে ইসরাইলি বাহিনী অভিযান শুরু করে। এ সময় ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গোলাবারুদ, স্টান গ্রেনেড এবং বিষাক্ত গ্যাস নিক্ষেপ করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন খালেদ দারবিশ (২১), কাসেম সারিয়া (১৯) ও আহমেদ সাকার (১৫)। তবে অভিযোনের বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য গেলে দু’পক্ষের মধ্যে ‘ব্যাপক গুলি বিনিময়’ হয়। পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, সন্দেহভাজনদের মধ্যে একজন হলেন কারাবন্দি হামাস নেতার ছেলে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে বিস্ফোরণের পর ইসরাইলি বাহিনীর সাঁজোয়া যানকে ঢেকে যেতে দেখা যাচ্ছে। এ সময় গুলিবর্ষণের শব্দ শোনা যায়। আরেকটি ভিডিও ফুটেজে ইসরাইলি সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা যায়। এদিকে অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার বসতি নির্মাণের অনুমতি দেয়ার পরিকল্পনা পেশ করেছে ইসরাইল সরকার। বসতি সম্প্রসারণ না করতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ইসরাইল এমন পদক্ষেপ নিচ্ছে। সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রদিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পদক্ষেপকে ওয়াশিংটন ফিলিস্তিনের সঙ্গে শান্তির পথে বাধা হিসেবেই দেখে। আগামী সপ্তাহে ইসরাইলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের বৈঠক হবে। বৈঠকের আলোচ্যসূচিতে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ৪ হাজার ৫৬০টি হাউজিং ইউনিট স্থাপনের অনুমোদন দেয়ার পরিকল্পনা রাখা হয়েছে। যদিও চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে ১ হাজার ৩৩২টি হাউজিয় ইউনিট। বাকিগুলো এখনও প্রাথমিক ছাড়পত্রের প্রক্রিয়ার মধ্যে রয়েছে ।