জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফরমান রিফাতসহ ২২ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে বকসিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নাদিমের স্ত্রী যোদ্ধাহত বীর মুক্তিযুদ্ধার সন্তান মনিরা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।
এদিকে বকশীগঞ্জ উপজেলার সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম-এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে জেলার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার দুপুর ১২.০০টায় জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চলনায় প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান সাদা এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বজলুর রহমান, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের দ্রুত আইনে বিচার কার্য্য সমাধা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং অবৈধভাবে উপার্জিত তার সব সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান। এ ছাড়া সকল আসামি গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচারসহ শাস্তি "সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন" না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান।
এদিকে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানিয়ে ইসলামপুর প্রেসক্লাব ও জামালপুর মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একই দিন মানব বন্ধন করেছেন। ("সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূল আসামি ইউপি চেয়ারারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার ছেলে ছেলে ফাহিম ফরমান রিফাতকে পঞ্চগড়ের চিলহাটি এলাকা থেকে র্যাব কৃর্তক আটকের গুনঞ্জন শুনাগেলেও জামালপুরের র্যাব-১৪ এমনকি পুলিশ এখনও স্বীকার করেনি। তবে সন্ধ্যা ৬টায় সাংবাদিকদেও সাথে প্রেসবিফরিং করার কথা রয়েছে।
অপর দিকে শুক্রবার (১৬ জনু) দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগের থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কে এই সে বাবু চেয়ারম্যান? নিহতের পরিবার ও স্থানীয় একাধিক এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, বাবু একজন ‘নির্মাণ শ্রমিক(রাজমিস্ত্রী জোগালী)’ থেকে মুদি দোকানি তার পর ধাপে ধাপে উঠে আসা রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে হয়েছেন অঢেল সম্পদের মালিক।
এলাকার বাসিন্দা সাবিনা ইয়াসমীন বলেন, “মাহমুদুল আলম বাবু একসময় সাধুরপাড়া ইউনিয়নের নিজ গ্রাম কামালের বার্ত্তিতে ছোট্ট মুদির দোকান চালাত। মুদির দোকান চালিয়ে কোনোরকমে দিনাতিপাত করেছে। অগ্নিকাণ্ডে দোকান পুড়ে গেলে এরপর চাচাত এক ভাইয়ের সহযোগিতায় বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ কাজে রাজমিস্ত্রির কাজ করতেন। সাবিনার বক্তব্য অনুযায়ী, বাবুর ক্ষমতার উৎস সম্পর্কে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক বড় কর্মকর্তা চাচাতো ভাই। সেটাকে ব্যবহার করে সব জায়গায় নিজের ক্ষমতার দাপট দেখাতে দিনে দিনে তিনি অঘোষিত সম্রাট বনে যায়। তিনি বলেন প্রভাবশালী পুলিশ কর্মকর্তার এর নিকটাত্মীয়ের ক্ষমতায় নাম ভাঙ্গিয়ে বিভিন্ন তদবির করে মোটা অংকের অর্থেও মালিক হয়ে নিজের এমন অবস্থান তৈরি করেছেন, বলে একাধিক সুত্রে জানিয়েছে। ফলে তার অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না এলাকার কেউ।
তিনি আরো বলেন, বাবু চেয়ারম্যানের বিরুদ্ধে বকশীগঞ্জ থানা ও আদালতে দুটি মামলা রয়েছে। এ দুটি মামলার বাদী সাবিনা ইয়াসমীন নামে এক নারী। মামলায় তিনি নিজেকে বাবু চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন; যদিও সেই স্বীকৃতি তিনি এখনও পাননি বলে জানান।
নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানান, ছাত্রজীবনে জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজ করলেও পরে বিএনপিতে যোগদেন বাবু। ওয়ান-ইলেভেনের সময় বোল পাল্টে রাজনীতি ছেড়ে নিরপেক্ষতার ভান ধরেন। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন, “মাহমুদুল আলম বাবু একসময় বিএনপির রাজনীতি করতেন। ২০১১ সালে তার চাচাতো ভাই অবসরপ্রাপ্ত এআইজি মোখলেছুর রহমান পান্নার সৌজন্য আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগে ঢোকার পর তিনি ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০১৪ সালে আওয়ামী লীগের ব্যানারে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বনে যান তিনি। ২০২১ সারে পুনরায় আ”লীগ ব্যানারে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকায় নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন
সাধুরপাড়া ইউনিয়নের বেশ কয়েকজন স্থানীয়রা জানান, বাবুর নানা ধরনের বৈধ-অবৈধ ব্যবসা আছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি, চাকরির দালালি সবই তিনি করেন। তবে ক্ষমতার দাপটে কেউ তার বিরুদ্ধে কিচ্ছু বলতে সাহসী পান না। কারণ কেউ বিরোদ্ধে গেলে তার সন্তাসী বাহিনী লেলিয়ে দিয়ে থাকেন। এজন্য তার অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না।
উল্লেখ্য যে ১৪জুন (বুধবার রাতে)বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমকে পিটিয়ে ইট দিয়ে মাথা থেতলিয়ে ফেলে রেখে চলে যায় হত্যাকারিরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে বকসিগঞ্জ উপজেলা পওে জামালপুর জেনারেল হাসপাতালে চিৎিসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার (১৫জুন) বিকালে সে মারা যান।
জামালপুরের বকসিগঞ্জ থানার পুলিশ ১৭জুন/ পর্যন্ত সর্বমোট ১১জনকে আটক করেছেন। তাদের মধ্যে ০৯জনকে আসামীকে আজ বিকাল সাড়ে ৪টায় জামালপুর জেলা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। তারা হলেন এমডি বাকি বিল্লাহ কবির,মো. রেজাউল করিম,গাজী ওমর আলী মেম্বার,মনিরুল হক,স্বপন মন্ডল,গোলাম কিবরিয়া সুমন,খন্দকার শামীম,মিলন মিয়া,এবং লিপন মিয়া। বিঃদ্রঃ ১১জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখেছে পুলিশ