জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভালুকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। শনিবার (১৭ জুন) দুপুরে ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সংবাদকর্মীরা।
সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুধুমাত্র সংবাদ প্রকাশের জেরেই স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে তার উপর এই হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। দ্রুত দোষীদের আটক ও তাদের শাস্তি নিশ্চিতের দাবি করা হয়েছে। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে অংশ নেন, কামরুল হাসান পাঠান কামাল, এসএম শাহজাহান সেলিম, আতাউর রহমান তরফদার, মোখলেছুর রহমান মনির, আসাদুজ্জামান ফজলু, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, ফিরোজ খান, এমএ সবুর, আসাদুজ্জামান সুমন, আলী আকবর সাজু, হাদিকুর রহমান হাদিস ওখলিলুর রহমান প্রমূখ।পরে প্রেসক্লাব মিলনায়তনে নিহত নাদিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।