"দুর্নীতি দমনে প্রতিরোধ নয়, দমন নীতিই কার্যকর উপায়" শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগীতা জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে।
এতে সরিষাবাড়ী সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও চিলড্রেনস হোম পাবলিক স্কুল অংশ নেয়। প্রতিযোগীতায় পক্ষদল চিলড্রেনস হোম পাবলিক স্কুল বিজয়ী হয়। পরে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহা. সাদ্দাম হোসেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. বাহাদুর আলী, সাধারন সম্পাদক আন্নু মিয়া প্রমুখ।