জামালপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে অশ্রুশিক্ত জলে শেষ বিদায় (দাফন সম্পন্ন) হয়েছে। ১৬জুন (শুক্রবার) সকাল ১০টায় বকশীগঞ্জ এন এম উচ্চবিদ্যালয়ের মাঠে নিহত সাংবাদিক নাদিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মুহুর্তেই বিদ্যালয় মাঠে হাজারও লোকে লোকারণ্য হয়ে পড়ে। তার নামাজে জানাজায় সহকর্মী জেলার সাংবাদিকগণসহ এলাকাবাসী শোক আর শ্রদ্ধা ভালবাসায় অশ্রুসিক্তজলে ফুলের স্তবক দিয়ে বিদায় জানায়। এ সময় অনেককে শোকের মাতম করতে দেখা যায়। জানাজা শেষে নাদিমের মরদেহ নিলক্ষিয়া গোমেরচর তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাদা-দাদির কবরের পাশে সমাহিত করা হয়। সাংবাদিক নাদিমের অকাল মৃত্যুতে পুরো জেলায় সাংবাদিকসহ এলাকার হিতৈষিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় নামাজে জানাজায় অংশ গ্রহণকারি উপস্থিত হাজারও মানুষের কন্ঠে ভেসে আসে আওয়াজ। আমরা হত্যা কান্ডের মুল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচার চাই।
এদিকে সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করেছে বকসিগঞ্জ থানার পুলিশ। আটককৃতরা হলেন,গোলাম কিবরিয়া সুমন,মোহাম্মদ তোফাজ্জল হোসেন,আইনাল হক, কফিল উদ্দিন, শহিদ ও ফজলুল হক।পরিবারের পক্ষ থেকে নিহত নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত জানান,বাবার দাফন শেষে পারিবারিক সিদ্ধান্ত নিয়ে মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান তার দুই ছেলেসহ কমপক্ষে ১৩/১৪জনের নামে হত্যা মামলা দায়ের করা হবে। কারণ জানতে চাইলে তিনি বলেন,রমজানের ঈদের পর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নারী কেলেংকারিতে জড়িয়ে পড়াসহ নানা অপকর্মের জড়িয়ে পড়লে আমার বাবা সংবাদটি প্রকাশ করায় ক্ষিপ্ত হয় ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। গত রমজানের ঈদেও পর চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে পিটিয়ে আহত করে। পরে বাবা সংবাদ করতে থাকায় ওই চেয়ারম্যান বাদী হয়ে বাবাসহ বাবার এক সহযোগির নামে সাইবার ট্রাইবুনাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলা গত ১৪জুন ময়মনসিংহ বিভাগীয় শহরে ট্রাইবুনালে হাজিরা দিলে আদালতের বিজ্ঞ বিচারক উভয় পক্ষের কৌশলীদের কথা শুনে মামলাটি খারিজ করে দেন। পরে মামলার বাদি পক্ষ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আরেও ক্ষিপ্ত হন। আমরা জানতে পারছি,ময়মনসিংহ কোর্ট থেকে আসার পর সন্ধ্যার পরথেকে চেয়ারম্যান তার দুই ছেলেসহ ১৪/১৫জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে উৎপেতে থাকে। রাত ৯টার পরবর্তি আমার বাবা এবং তার দুই সহকর্মী সাথে নিয়ে হোন্ডা যোগে বাড়ি ফিরছিলেন। অকুস্থলে পৌছিলে অর্তকিত বাবার উপর হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক,প্রত্যক্ষ দর্শীরা জানায়,সে সময় চেয়ারম্যানের ছেলে ,গোলাম কিবরিয়া সুমন, আমার বাবার মাথায় ইট দিয়ে প্রচন্ড আঘাত করতে থাকে বলে অশ্রু সিক্ত জলে জানান।
সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে অশ্রুশিক্ত জলে শেষ বিদায় জানিয়ে জেলার সকল সাংবাদিকরা বকসিগঞ্জ থানার সম্মুখে ঘন্টা ব্যাপী এক প্রতিবাদ সভা করেন। ঐ প্রতিবাদ সভায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানবকন্ঠের জেলা প্রতিনিধি কাফি পারভেজের সঞ্চলনায়, বক্তব্য রাখেন, জামালপুর পল্লী কন্ঠের সম্পাদক নুরুল হক জঙ্গী,সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু,মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক,সাংবাদিক আবদুর রাজ্জাক,শাহিন আল আমিন ও সাংবাদিক লায়ন প্রমুখ। বক্তারা প্রত্যেকেই বলেন, অবিলম্বে হত্যাকান্ডের মুলহোতা চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,তার দুই ছেলেসহ সকল দোষিদের আইনের আওতায় এনে দ্রুত ট্রাইবুনালে বিচার দাবী করেন। অন্যথায় দেশ ব্যাপী লাগাতার আন্দেলনের হুসিয়ারী দিয়েছেন। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। বাবু চেয়ারম্যানকেও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেয়া হবে এবং আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হবে বলেও তিনি জানান।
এব্যাপারে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবু সুমন কান্তি চৌধুরী দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের জন্য সকল সাংবাদিক দের আশ্বস্থ্য করেন। এদিকে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন। তাই তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ঐদিন বিকালে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানীর নাদিমের বাড়িতে যান। তিনি নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সান্তনা দেন। সকল আসামীকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্থ্য করেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত হত্যা মামলার প্রস্তুতি চলছিল বলে জানানগেছে।
উল্লেখ যে,গত বুধবার রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাথাটির এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিনাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।