মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন ও ছাত্রদল নেতা নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে শুক্রবার বিকাল ৫ টায় গাংনী পৌর শহরের পশ্চিমমালসাদহ এলাকায় মিছিলের প্রস্তুুতির সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। নাজমুল হোসেন গাংনীর চৌগাছা ও নাঈম চিৎলা গ্রামের বাসিন্দা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক বলেন,কয়েকজন নাশকতা মামলার সন্দেহভাজন আসামি মিছিলের প্রস্তুুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল হোসেন ও নাঈম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের গত ১০ ফেব্রুয়ারী বামন্দীতে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরনের প্রস্তুুতি চলছে।
এদিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে দাবি করে গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।
ছাত্রদলের দুই নেতাকে গায়েবি মামলায় গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি করে এসব মামলা বন্দের আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন।