ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার বিকাল ৫ টায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৩ খ্রিঃ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় উপজেলার চরহরিরামপুর ইউনিয়ন একাদশ ট্রাইবেকারে চরভদ্রাসন ইউনিয়ন একাদশকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন।
এ ফুটবল টুর্ণামেন্টের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাসেল ইসলাম নূর। খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ও জাহাঙ্গীর কবির বেপারী প্রমূখ। খেলাটি রেফরিংয়ের দায়িত্ব পালন করেন মোঃ কামরুজ্জামান সৈকত ও খেলার ধারাভাষ্য বর্ননা করেন মোঃ সাজ্জাদ হোসেন।
জানা যায়, এ ফাইনাল খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র হয়। খেলার দ্বিতীয়ার্ধেও গোল শূন্য ড্র হওয়ার পর ট্রাইবেকার দেওয়া হয়। এ ট্রাইবেকারে চরহরিরামপুর ইউনিয়ন একাদশ ১০-৯ গোলে চরভদ্রাসন ইউনিয়ন একাদশ ফুটবল দলকে পরাজিত করে শিরোপা জিতে নেন।