দশ চাকার ট্রাক চলাচল বন্ধ ও সড়ক সংস্কারের দাবীতে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা-মাড়েয়া সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে। স্থানীয় এলাকাবাসীর দাবী বোদা-মাড়েয়া সড়কে দশ চাকার ট্রাক দিয়ে নিয়মিত বালু নোড করে এই রাস্তাটির অবস্থা খারাপ করে দিয়েছে। এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে এই রাস্তা দিয়ে দশ চাকার ট্রাক সহ ভাড়ী মালামাল বহনকারী যানবাহন বন্ধের দাবীতে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। তার পরেও ভাড়ী যানবাহন চলাচল করে জেনে এলাকাবাসী একত্রে মিলিত হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় দশ চাকার বেশ কিছু ট্রাক অবরোধ করে রাখে। পরে ট্রাকচালক স্থানীয় মানুষের সাথে এই রাস্তাদিয়ে ট্রাক না চালানোর শর্তে অবরোধ প্রত্যাহার করে নেয়।