মুন্সীগঞ্জ শ্রীনগরে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শ্রমিক নেতা মাহাবুব আলম বিদ্যুৎ ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন রমজান হোসেন বাবু মৃধা।
বুধবার দুপুরে উপজেলার শ্রীনগর বাজারের একটি কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ঘোষিত আহ্বায়ক কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করতে নির্দেশনা দেন জাতীয় শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবুল কাশেম।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মোমিন তালুকদার, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, সাবেক সাধারণ সম্পাদক সেলিম খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।