ব্রিটিশ পুলিশ মঙ্গলবার জানিয়েছে, ইংল্যান্ডের নটিংহ্যাম শহরের রাস্তায় তিনজনকে মৃত অবস্থায় পাওয়ার পর সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্যানচাপা দেওয়ার চেষ্টার পর অন্য তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলেছে, এদিন স্থানীয় সময় ভোর ৪টার পরই শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর কাছের অন্য একটি জায়গায় কেউ ভ্যান চালিয়ে তিনজনকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে কর্মকর্তারা জানতে পারেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে শহরের কেন্দ্রের ঠিক বাইরে একটি রাস্তায় আরো একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। চিফ কনস্টেবল কেট মেনেল বলেন, ‘এটি একটি ভয়ংকর ও দুঃখজনক ঘটনা, যা তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা বিশ্বাস করি, এই তিনটি ঘটনার যোগসূত্র রয়েছে। আমাদের হেফাজতে এক ব্যক্তি রয়েছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। গোয়েন্দাদের একটি দল ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করার জন্য কাজ করছে।’ ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তার উদ্দেশ্য সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তবে পুলিশের বিবৃতিতে সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের তদন্তে জড়িত থাকার কোনো উল্লেখ করা হয়নি। ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুল্যান্স সার্ভিস বলেছে, হতাহত বা ঘটনার সঠিক প্রকৃতি সম্পর্কে মন্তব্য করার এখনো সময় হয়নি। লিন নামের এক নারী বিবিসি টিভিকে বলেন, তিনি একটি ভ্যানকে রাস্তায় পড়ে থাকা একজন পুরুষ ও একজন নারীকে ধাক্কা দিতে দেখেছেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক টুইটারে এ ঘটনাকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করে লিখেছেন, ‘আমাকে ঘটনার হালনাগাদ জানানো হচ্ছে। পুলিশকে অবশ্যই তাদের কাজ করার জন্য সময় দিতে হবে।’ এ ঘটনায় শহরের বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নটিংহাম ট্রাম নেটওয়ার্ক স্থগিত করা হয়েছিল। শহরজুড়ে জরুরি পরিষেবার সদস্যদের দেখা গেছে। মেনেল বলেছেন, তদন্ত অব্যাহত থাকাকালীন শহরের বেশির ভাগ অংশ সিল করে রাখা হবে। সূত্র : রয়টার্স