রায়গঞ্জে জনতার হাতে একটি মধ্যবয়সী ষাঁড় গরুসহ দুই চোর আটক হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের উত্তরবঙ্গ মহ্সাড়কের অদৃুরে দাথিয়া দিগর গ্রামের মধ্যে ঐগ্রামবাসী তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার ধানগড়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার ফজর আলীর ছেলে নূরনবী (৩৬) ও একই উপজেলার একই ইউনিয়নের বেতুয়া গ্রামের আফজাল আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫)। চোরেরা বেতুয়া পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সোবাহানের গোহাল ঘর থেকে ভোররাতে ষাঁড় গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল। গরুটি চোরদের সাথে ঠিকমত হাটছিল না। প্রায় ৪ কিলোমিটার দুরে পথিমধ্যে দাথিয়া দিগর গ্রামের মধ্যে গেলে মসজিদ থেকে ফেরার পথে গ্রামবাসীর সামনে পড়ে যায় চোরেরা। তাদের হাবভাব সন্দেহজনক হলে গ্রামবাসী তাদের আটককরে বেধড়ক মারপিট করে থানায় সোপর্দ করে। গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে গরুর মালিক জানান। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোঃ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরদের স্বীকরোক্তি রেকর্ড করে জেল হাজতে পাঠানো হয়েছে। গরু তার মালিকের হাতে তুলে দেয়া হয়েছে।