নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১২ জুন এটির আয়োজন ছিল ইকি হেরিটেজ রিসোর্টে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল কুদ্দুছ ওই মতবিনিময় সভায় অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোনায়মুল হক। সভা সঞ্চালনা করেন অত্র জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম। মত বিনিময় সভায় জ্ঞানগর্ভ ও আগামীতে করনীয় শীর্ষক বক্তব্য রাখেন কেনিক সাধারণ সম্পাদক মোঃ সামসুর রহমান ও কেনিক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ। সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ সভাপতি, মোঃ শহিদুল ইসলাম, প্রধান উপদেষ্টা আজিজুল ইসলাম, উপদেষ্টা তারিক লতিফ, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, প্রচার ও জনসংযোগ সম্পাদক পীযূষ কান্তি রায়, রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য নিজামুল হক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। সবশেষে অত্র শাখার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোনায়মুল হক সভার সকল সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।