মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মসজিদের ইমামদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউ-েশন উপজেলা শাখা এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবদুল আউয়াল। আয়োজক সংগঠনের মাঠ পরিদর্শক মো. ইসরাফিল আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মাওলানা মো. আমিনুল এহসান। সভাপতির বক্তব্যে আবদুল আউয়াল বলেন, চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন হবে। এ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হতে পারে। তাই এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।