মুন্সীগঞ্জের কুন্ডের বাজার ব্রীজের দুই পাড়ে অটো রিকসা চালকরা ধর্মঘট করেছে। এতে ভোগান্তিতে পরছে হাজারো সাধারণ মানুষ। চালকরা জানান, শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা থেকে কুন্ডের বাজার ব্রীজ পর্যন্ত ৩ কি. মি. ও সিরাজদিখানের কুন্ডের বাজার ব্রীজ হতে কাকালদী পর্যন্ত ২কি. মি. অটোরিকশা চলাচল বন্ধ ছিলো। সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধর্মঘটের ডাক দেয় আটো চালকরা। তবে কুন্ডের বাজার থেকে কাকালদী পর্যন্ত অটোরিকশা চালকরা বেলা ১১ টায় ধর্মঘট তুলে নেয়। তাদের দাবী মুন্সীগঞ্জ ট্রফিক পুলিশ রেকারের নামে তাদের জরিমানা করছে এবং নানা অজুহাতে টাকা নিচ্ছে। কখনো টাকার রশিদ দিচ্ছে পুলিশ, আাবার কখনো দেয় না। বেতকা থেকে মোক্তারপুর পর্যন্ত বিভিন্ন স্থানে চালকদের গাড়ি থেকে টাকা নেওয়ায় তারা এই ধর্মঘট করে। সংশ্লিষ্ট কতৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে তারা আবারো ধর্মঘট করবে বলে চালকরা জানান। বেতকা মুন্সীগঞ্জ থেকে বাড়ৈপাড়া পর্যন্ত পায়ে হেটে আসা, সিরাজদিখান উপজেলার কাজীরবাগ গ্রামের, সাইদুল, মালখানগর গ্রামের আঃ করিম, নব কিশোর ও বাচ্চুসহ অনেকে জানান, ব্যাগ ও ছোট সন্তানদের নিয়ে পায়ে হেঁটে চলতে অনেক কষ্ট ও ভোগান্তি পোহাতে হয়েছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।