গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এস এম মামুন তালুকদার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন রাসেল মোল্ল্যা বাঁধন নামে এক আওয়ামী লীগ নেতা। অপরদিকে তদন্ত সাপেক্ষে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এস এম মামুন তালুকদার উপজেলার ভূতরিয়া (মোল্যা বাজার) গ্রামের ফজলুল হক তালুকদারের ছেলে।
জানাগেছে, প্রধানমন্ত্রী ও আওয়মী লীগ সভাপতি শেখ হাসিনা গত ৩জুন ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে বলেন, ‘আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিশ ঘন্টার বিমান ভ্রমণে কেউ যুক্তরাষ্ট্রে না গেলে তাতে কিচ্ছু যায় আসে না’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারে পর ওই দিনই এস এম মামুন তালুকদার তার ফেসবুক আইডি থেকে এই বক্তব্যকে ব্যঙ্গ করে প্রচার করেন। এটি প্রচারের পর স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের নজরে এলে রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাসেল মোল্ল্যা বাঁধন বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আওয়ামী লীগ নেতা রাসেল মোল্ল্যা বাঁধন বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে প্রচার করায় দলীয় ভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর গত বৃহস্পতিবার (৮জুন) আমি বাদী হয়ে এস এম মামুন তালুকদারের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করি। আমরা দলীয় ভাবে এস এম মামুন তালুকদারের শাস্তি দাবি করছি।
এ বিষয়ে জানার জন্য এস এম মামুন তালুকদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠো ফোনটিও বর্তমানে বন্ধ রয়েছে। তবে তার পিতা ফজলুল হক তালুকদার বলেন, আমার ছেলে ৫বছর ধরে ঢাকায় থাকে। এই ৫বছরে সে একবারও বাড়িতে আসেনি। সে ফেসবুকে কি লিখেছে তাও আমাদের জানা নেই।
কোটালীপাড়া থানার এসআই মিকাইল বলেন, আওয়ামী লীগ নেতা রাসেল মোল্যা বাঁধনের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।