পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামন ইউনিয়ন পরিষদে সরকারি সেবাসমুহ মানুষের মাঝে পৌছে দিতে ত্রৈমাসিক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মানব কল্যাণ পরিষদ (এমকেপি) যুক্ত প্রকল্পের আয়োজনে নেট্জ বাংলাদেশে সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন, মাড়েয়া বামনহাট ইউ’পি চেয়ারম্যান আবু আনছার মোঃ রেজাউল করিম শামীম, মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর এরিয়া কো-অর্ডিনেটর মোছাঃ বিলকিস বেগম, এফএফ সবুরা এবং নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দরা। সংলাপে সরকারী এবং স্থানীয় সরকারের যে সমস্ত সেবা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।