ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাটিহাতা হাইওয়ে থানার আয়োজনে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে থানার সকল কর্মকর্তা কর্মচারী রোববার সকালে থানা চত্বরে জড়ো হয়। সকাল সাড়ে ১১টার দিকে সম্মিলিত ভাবে মোমবাতি জ¦ালিয়ে হাততালির মাধ্যমে কেক কাটেন ওসি। পরে উপস্থিত সকলের মুখে ওই কেকের অংশ বশেষ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, আশপাশের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।