মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার পরিচিতি সভা ও গুণীজনদের ভাবনা অনুষ্ঠিত হয়েছে। বিক্রমপুর রক্তদান সংস্থার আয়োজনে শনিবার সন্ধায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চট্রগ্রাম বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার গোলাম মাওলা।
সংস্থার সভাপতি সয়ন শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সবুজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক ফারুক হোসেন, শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব সাধন চন্দ্র দাস, সমাজ সেবক সমাজ সেবক আবু তাহের, শিক্ষানুরাগী মনোয়ার হোসেন মনু, সংস্থার উপদেষ্টা মো. সাজ্জাদ নুরসহ ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিক্রমপুর রক্তদান সংস্থার প্রায় দুইশত সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।