মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা উপজেলা যুবলীগ আহ্বায়ক মো: রায়হান আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
সভায় প্রধান অতিথি বলেন যুবলীগ হল আওয়ামী লীগের অন্যতম প্রাণশক্তি। জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হলে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রীর উন্নয়নমূলক কাজ জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভানু চন্দ্র দেবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মো: নাজিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি মো: আলী আজম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রার্চায,সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বসির আল হেলাল,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল চৌধুরী,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা যুবলীগ নেতা আল কাউছার,জানে আলম সায়েম,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়াসহ উপজেলা, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।