জার্মানির দুটি সংবাদমাধ্যমের দাবি, মোটা অঙ্কের বেতনে চীনে যাচ্ছেন জার্মানির সাবেক পাইলটরা এবং সেখানে কাজের সুবাদে গোপন অনেক তথ্যও দিচ্ছেন চীনাদের। এক খবর নিয়ে জার্মান সরকার বেশ উদ্বিগ্ন। শিপগেল এবং জেডডিএফ সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পায়। তখন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস সিঙ্গাপুরে ছিলেন। সেখানে প্রতিরক্ষাবিষয়ক এক সম্মেলনে যোগ দিতে যাওয়ায় চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয় তার। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জার্মান প্রতিরক্ষামন্ত্রী চীনের প্রতি ‘অবিলম্বে এমন চর্চা বন্ধ করার’ আহ্বান জানান। অতীতে চীনের সঙ্গে একাধিকবার সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে জার্মানি। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এমন দ্বিপক্ষীয় কর্মসূচির নজির রয়েছে। তবে সিপগেল আর জেডডিএফ-এর খবরটি এমন সময়ে এলো, যখন মানবাধিকার পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও চীনের সঙ্গে চলমান সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে শলৎস সরকার। অবসর গ্রহণের পর জার্মান পাইলটদের চীনে কাজ করতে যাওয়া এবং গিয়ে কাক্সিক্ষত নয় এমন সব অভিজ্ঞতা বা তথ্যও ভাগাভাগি করার খবরটি প্রকাশিত হওয়ার পর জার্মান সরকার নড়েচড়ে বসেছে। ধারণা করা হচ্ছে, সাবেক পাইলট এবং অন্য সব অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে এমন তৎপরতা থেকে বিরত রাখতে এখন কঠোর হবে বার্লিন। আইনজীবী এবং জার্মানির সংসদীয় প্রতিরক্ষা কমিটির সদস্য মার্কাস ফাবের সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেছেন, ‘এই চর্চা বন্ধ করার জন্য এখন (প্রতিরক্ষা) মন্ত্রণালয়কে সম্ভব সব কিছু করতেই হবে। ’তিনি মনে করেন,‘জার্মানির জন্য কাজ করার কারণে যারা (দেশের) নিরাপত্তা সম্পর্কিত তথ্য জানার সুযোগ পান, তাদের বিষয়ে নিয়মাবলী জরুরি ভিত্তিকে কঠোর করা প্রয়োজন।’ অবসরের পর সাবেক কোনো সরকারি কর্মকর্তার দেশে বা দেশের বাইরে কাজ করার ক্ষেত্রে জার্মানির আইনে কোনো বাধা নেই। দেশে বা দেশের বাইরে কাজ করার সময় তাদের অতীত অভিজ্ঞতা প্রয়োগে বাধা সৃষ্টির সুযোগ সরকারের জন্যও সীমিত। চীনের প্রতি অবিলম্বে ‘এমন চর্চা বন্ধ করার' আহ্বান জানান জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। জার্মানির সংবাদমাধ্যম দুটি দাবি করেছে, অবসরপ্রাপ্ত জার্মান পাইলটদের কাছ থেকে চীনা পাইলটরা বিমান চালানোর বিষয়ে সাধারণ সব তথ্য তো পাঁচ্ছেনই, সঙ্গে ন্যাটো বাহিনীর কৌশল এবং অভিযান পরিচালনাসংক্রান্ত সামর্থ্য নিয়ে যাবতীয় তথ্যও পেয়ে যাচ্ছেন বিনা কষ্টে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে টিএফএএসএ নামের একটি প্রতিষ্ঠানের দাবি, জার্মান পাইলটরা কোনো গোপন তথ্য চীনের পাইলটদের দেননি।