মুন্সীগঞ্জের গজারিয়ায় জামালদীতে মেঘনা নদীর কোল ঘেঁষে গ্যাস ভিত্তিক ৬৬০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ- মালয়েশিয়া জয়েন বেঞ্জারে নির্মাণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রটি। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে প্রকল্পটি বাস্তবায়নে পরিবেশগত ও আর্থসামাজিক প্রভাব নিরূপণে অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সেখানে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুরে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদে আয়োজিত অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ,হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু,সেন্টার ফর এনভায়রনমেন্টাল এ- জিওগ্রাফিক ইনফর্মেশন সার্ভিসেস ( সিইজিআইএস)এর পরিবেশগত সমীক্ষা দলনেতা মোঃ মুক্তারুজ্জামান,পরিবেশ বিশেষজ্ঞ আবু সাঈদ মোঃ ফয়সাল, পাওয়ার প্লান্ট বিশেষজ্ঞ জালাল আহমেদ চৌধুরী, সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ সাইফুদ্দিন মাহমুদ, হংকং থেকে আগত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাচস লাঙ্গ ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আনিসুজ্জামান ভূঁইয়া।
সেন্টার ফর এনভায়রনমেন্টাল এ- জিওগ্রাফিক ইনফর্মেশন সার্ভিসেস ( সিইজিআইএস)এর পরিবেশগত সমীক্ষা দলনেতা মোঃ মুক্তারুজ্জামান বলেন,প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অফ বাংলাদেশ-১৯৯৬ এবং বিদ্যুৎ ও জ¦ালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত (২০২১) এর অধীনে মালয়েশিয়া ভিত্তিক ঊউজঅ চড়বিৎ ঐড়ষফরহমং ঝফহ ইযফ এবং বাংলাদেশস্থ ডরহহরবারংরড়হ চড়বিৎ খঃফ. এর যৌথ মালিকানার গজারিয়া পওয়ার লিমিটেডের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় জামালদী, মেঘনাঘাট এলাকায় ৬৬০ মেগাওয়াট সক্ষমতার একটি গ্যাস/জখঘএ-ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎউৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী, প্রকল্পটি 'লাল শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ায় পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্রের জন্য অবস্থানগত ছাড়পত্র, প্রাথমিক পরিবেশগত সমীক্ষা, পরিবেশগত এবং সামাজিক প্রভাবনিরূপন প্রতিবেদন প্রয়োজন। ওই বিদ্যুৎ কেন্দ্রের (প্রস্তাবিত) পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণের জন্য পানিসম্পদমন্ত্রণালয়ের অধীনস্থ বুদ্ধিবৃত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল এ- জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) কে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞ আবু সাঈদ মোঃ ফয়সাল বলেন, পরিবেশগত এবং সামাজিক প্রভাব নিরূপন সমীক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য পরিবেশ অধিদপ্তর এবং আন্তর্জাতিক সংস্থা যেমন বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, ওঋঈ, অওওই নির্দেশিকাগুলো অনুসরণ করা হয়েছে৷ পাশাপাশি প্রকল্প এলাকার জনসাধারণের সাথে মতবিনিময়ের মাধ্যমে জনগনের আশা-আকাক্সক্ষার ধারণা নেয়া হয়েছে। প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র হতে ১০ কিমি ব্যাসার্ধ দূরত্বের মধ্যে পরিবেশগত এবং সামাজিক প্রভাবগুলি মূল্যায়ন করা হয়েছে। প্রভাব মূল্যায়নের জন্য যথাক্রমে মাঠ পরিদর্শন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থা, অন্যান্য বেসরকারি সংস্থা (এনজিও) থেকে তথ্য সংগৃহ করা হয়েছে।
পাওয়ার প্লান্ট বিশেষজ্ঞ জালাল আহমেদ চৌধুরী বলেন,পাওয়ার প্লান্টের চিমনির উচ্চতা হবে ৬৫ মিটার। পাওয়ার প্ল্যান্টটি শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা করা হয়েছে এবং প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রটি চালানোর জন্য প্রয়োজনীয় গ্যাস/এলএনজি জ¦ালানির উৎস
হিসেবে আনুমানিক ৬.৫ কিলোমিটার দৈর্ঘ্যরে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন যা জিটিসিএল কর্তৃক নির্মিত ৪২ইঞ্চি বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর লাইনের সাথে সংযুক্ত হবে। প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রের ইনডোর ইনস্টলেশনের জন্য মূল উপাদানগুলো হলো
এইচ-ক্লাস বা জে-ক্লাস ৪৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সর্বাধিক উন্নত গ্যাস টারবাইন এবং ২২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন স্টিম টারবাইন এবং আউটডোর ইনস্টলেশনের জন্য একটি জেনারেটর একটি স্টিম জেনারেটর। প্রস্তাবিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির শীতলকরণ ব্যবস্থা হিসেবে বন্ধ চক্রীয় এয়ার ড্রাফট (যেমন মেকানিক্যাল ড্রাফট) বিবেচনা
করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনার ফলে স্থানীয় আর্থসামাজিক অবস্থা ও জীবনযাত্রার মানের উন্নতি হবে এবং শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্পায়ন এবং সামাজিক উন্নয়ন যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লিনিক কমিউনিটি ইত্যাদি মানুষের জীবনধারার উন্নয়নকে ত্বরান্বিত করায় আধুনিক যোগাযোগ সুবিধা উন্নত হবে। সরকারী পরিকল্পনার যথাযথ নির্দেশনা অনুসরণের ফলে নগরায়নও শিল্পায়ন আরও উন্নত হবে। প্রকল্প এলাকার চারপাশে সবুজ বেস্টনি এবং খোলা জায়গায় গাছ লাগানো (বনায়ন)হলে ধুলো বালি, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে, প্রাকৃতিক বায়ুচলাচল এবং জীববৈচিত্রের আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।