মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোঃ মিলন বেপারী (৩২) ও তানু হাওলাদার (২৭) কে পিটিয়ে রক্তাক্ত যখম করার অভিযোগ উঠেছে মো. মামুন আহমেদ ও তার লোকজনের বিরুদ্ধে। তার বেশ কিছু অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার গোড়াপীপাড়া গ্রামবাসীর একটি অংশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় শতাধিক লোকজন নিয়ে প্রায় ঘন্টাখানেক এ মানববন্ধন শেষে কুশপুত্তলিকাদাহ করে ইউনিয়ন পরিষদ চত্ত্বর হতে তালতলা বাজার পুরাতন লঞ্চঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা।
মানববন্ধনে ভুক্তভোগী তানু হাওলাদার বলেন, আমরা মুন্সীগঞ্জ কোর্টে একটি মামলার হাজিরা দিয়ে ফেরার পথে মামুন আমাদের পথরোধ করে এবং তার গুন্ডা বাহিনী নিয়ে চাপাতি ও রড দিয়ে আমাদের মারধর করে। আমার ভাইয়ের মাথা ফেটে যায়, ভাইকে বাঁচাতে গেলে আমাকে এলোপাথাড়ি লাথি-কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। এই মামুনের নামে সিরাজদিখান থানায় ও মুন্সীগঞ্জ আদালতে অনেক মামলা আছে।
ভুক্তভোগী মো. মিলন জানান, মামুনের সাথে আমাদের মামলা সংক্রান্ত আগে কিছু ঝামেলা ছিলো, গত ৬ই জুন কোর্টে মামলার হাজিরা দিয়ে আসার সময় মামুন তার সঙ্গী জয় ও নুরুসহ আরো ১০-১৫জন ভাড়াটিয়া গুন্ডাদের সাথে নিয়ে মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় আমাদের অটো রিকশার গতি রোধকরে। তারা এসেই আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
গোরাপীপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন, মো. বাবু, সিয়ামসহ আরো অনেকে মানববন্ধনে বলেন, মামুন গোড়াপীপাড়া গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের প্রশ্রয়দাতা, একটু কিছু হলেই বড় ছোট সবার গায়ে হাত তুলে সম্মানহানি করে। পুলিশের উপর হামলার মামলাও আছে তার বিরুদ্ধে। তার অনৈতিক কার্যক্রম, বিচারের নামে চাঁদাবাজীসহ নানা ভাবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
এ ব্যপারে জানতে চাইলে মো. মামুন আহমেদ বলেন গত মাসে ওরা আমার মাথা ফাটিয়েছে, আমি মামলা দিয়েছি, উল্টো তারা আমার বিরুদ্ধে বাজে কথা, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমাকে সমাজে ছোট করার জন্য মানববন্ধনের নামে নাটক সাজিয়েছে। আমি দীর্ঘদিন ইউরোপে ছিলাম, তাদের মত এতটা নোঙরা মন মানসিকতা আমার নাই। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাওয়ার পর থেকেই আমাকে ক্ষতি করার জন্য একটি পক্ষ উঠে পরে লেগে আছে।