মুন্সীগঞ্জের গজারিয়ায় বিরোধকৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ভুক্তভোগী রিপন প্রধান ৪ জনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আবদুল রেজেক (৬৫) গংদের সঙ্গে একই গ্রামের মৃত মতিন প্রধানের ছেলে রিপন প্রধানের (৪০) দীর্ঘদিন থেকে জমি সীমানা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে আদালতে রিপন প্রধান বাদী হয়ে আবদুল রেজেক গংদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এরই জেরে বুধবার দুপুরে হোসেন্দী ইউনিয়নের জামালদি বাস স্ট্যান্ড মার্কেট এর পিছনে বিবাদীগন বিরোধকৃত সম্পত্তিতে নির্মান কাজ করে। এতে কাজে বাঁধা প্রদান করিলে বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করে রেজেক গংরা।
ভুক্তভোগী রিপন প্রধান জানান, বিরোধকৃত সম্পত্তি নিয়ে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিক শালিসি বৈঠকে বসে। বিবাদী রেজেক শালিসি বৈঠকে রায় মানে না। আজ জোরপূর্বক লোকজন নিয়ে কাজ করে। আমি বাঁধা দিলে তারা আমার উপর হামলা করে। এ বিষয়ে জানতে অভিযুক্ত আবদুল রেজেকেন ব্যহৃত মোবাইল ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
এব্যপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।