ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অহিদ মিয়া (৫৭) নামের এক মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার সকালে উপজেলার বড়বুল্লা-চুন্টা সড়কের পাশে ফসলি জমির ড্রেনের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। অহিদ মিয়া বড়বুল্লা দক্ষিণ পাড়ার প্রয়াত লোফা মিয়ার ছেলে। একসময় অহিদ মিয়া সৌদীতে থাকতেন। তখন সৌদীতে লোক নেয়াকে কেন্দ্র করে গ্রামের এক ব্যক্তির সাথে অহিদ মিয়ার দেন দরবার হওয়ার কথা জানিয়েছেন একাধিক ব্যক্তি। প্রতিপক্ষের লোকজন অহিদ মিয়ার পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনাও সামনে এসেছে। এ ঘটনায় মামলাও হয়েছে। ব্যক্তি জীবনে দুই বিয়ে করেছিলেন অহিদ মিয়া।
পুলিশ, পরিবার ও গ্রামবাসী জানায়, অহিদ মিয়া প্রথম স্ত্রী মমতাজ বেগম, ৫ মেয়ে ও ২ ছেলে সন্তানকে নিয়ে বড়বুল্লা গ্রামেই বসবাস করছেন। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় রয়েছে অহিদের দ্বিতীয় স্ত্রী। ওই স্ত্রীর রয়েছে দুই কন্যা সন্তান। দুই তরফে অহিদ মিয়া ৯ সন্তানের জনক। মৎস্য চাষ, ক্রয়-বিক্রয়ই ছিল তার মূল ব্যবসা। নিজের ও অন্যের পুকুর ভাড়া নিয়ে মৎস্য চাষ করতেন অহিদ। গত বুধবার বাদ মাগরিব বড়বুল্লার বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে যাননি। বুধবার সকাল ৬টার দিকে বড়বুল্লা-চুন্টা সড়কের পাশে মহাশ্বশান এলাকায় ফসলি জমির ড্রেনের উপর একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। লাশ দেখে প্রথমে তারা ভয় পেয়ে যান। পরে ২/৩ জন সাহস করে লাশের কাছে গেলে চিনে ফেলেন। তারা লাশটি বড়বুল্লা গ্রামের অহিদ মিয়ার বলে সনাক্ত করেন। পুলিশ সুরূতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। গ্রামবাসী জানায়, অহিদ মিয়াকে মেরে ফেলার মত কারো কোন ধরণের শত্রƒতা বা খারাপ সম্পর্ক ছিল এমনটা আমাদের জানা নেই। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, পরিবারের কোন অভিযোগ নেই। ময়না তদন্তের পর লাশ হস্তান্তর করব। লাশের শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।