মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত চলবে এই পুষ্টি সপ্তাহ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সপ্তাহ ব্যাপী নানা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় প্রথম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা’র সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আলমগীর হোসেন গাজীর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) উম্মে হাবিবা ফারজানা, বিক্রমপুর সরকারি কুঞ্জ বিহারী কলেজের অধ্যক্ষ হেলেনা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজগর হোসেন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভুইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাইফুল ইসলাম, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ, মেহেদী হাসান সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।