বাড়ির জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে বাউন্ডারি দেয়াল নির্মাণ করিতে ১ লক্ষ টাকা চাদাঁ দাবীর মিথ্যা মামলা দিয়ে নিরীহ এক সার্ভেয়ার কে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত আইছ আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৫৮) সঙ্গে একই গ্রামের কুদ্দুস মিয়া সরকারের ছেলে এসএম নাসিম ওয়াশিমের (৪৫) দীর্ঘদিন থেকে বাড়ির জমি সীমানা নিয়ে বিরোধ চলছিল।
এরই জেরে বাউন্ডারী দেওয়াল নির্মাণ করিতে ১ লক্ষ টাকা চাদাঁ দিতে হবে এমন অভিযোগ এনে গজারিয়া থানা আমলী আদালত-৫ এ চলতি বছরের গত ২৫ এপ্রিল বাচ্চু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় এসএম নাসিম ওয়াশিম ও তার ছেলে আনিসেকে আসামি করা হয়।
মামলায় অভিযুক্ত এসএম নাসিম ওয়াশিম বলেন, মামলার বাদী বাচ্চু মিয়া বিভিন্ন সময় আমার পরিবারের সদস্যদের ওপর হামলার চালাতেন। তারই জের ধরে গত ১২ ফেব্রুয়ারী সকাল আনুমানিক ৭টার দিকে আড়ালিয়া গ্রামে বিবাদী বাচ্চু মিয়ার মুদি দোকানের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীগন আমাকে প্রানে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করে। এমতাবস্থায় বিরুদ্ধে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। জিডি নং ৪৬০।
সম্প্রতি বাউন্ডারী দেওয়াল নির্মাণ করিতে ১ লক্ষ টাকা চাদাঁ দাবী অভিযোগে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন যা ইতোমধ্যে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ অবগত আছেন। চাদাঁ দাবী এমন কোনো ঘটনা ঘটেনি। জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।
অন্যদিকে, মামলার বাদীর বাচ্চু মিয়া বলেন, মামলায় উল্লেখ বিষয়গুলো সত্য ঘটনা। এখানে মিথ্যার কিছু নেই।
স্থানীয় ইউপি সদস্য মিছির আলী বলেন, চাদাঁ দাবীর বিষয়টি মিথ্যা। বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। আমরা একাধিক বার সালিশ বৈঠক বসলেও এক পক্ষ আসলেও দ্বিতীয় পক্ষ বাচ্চু মিয়া সালিশ বৈঠকে আসেনা।