মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য মো. সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে বালুয়াকান্দি গ্রামের শরিফ মাস্টারের বাড়ি থেকে ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দির অংশে বশির হোটেল পর্যন্ত প্রায় ৩০০ মিটার কাঁচা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম,শরীফ মাস্টার, বালুয়াকান্দি গ্রামের সমাজ সেবক মজিবর রহমান, আবু কালাম, মিহীন উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরেজমিন গিয়ে জানা গেছে, গ্রাম বাসীরা দীর্ঘদিন থেকে বালুয়াকান্দি গ্রামের শরিফ মাস্টারের বাড়ি থেকে ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দির অংশে বশির হোটেল পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়ক নির্মাণের দাবি করে আসছিলো। এজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে অসংখ্যবার ধর্ণা দিয়ে ভুক্তভোগীরা শুধু প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। দীর্ঘদিন পর এলাকাবাসীর দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন বালুয়াকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলাম। তার নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, রাস্তা নির্মাণের জন্য কারো কাছ থেকে একটি টাকাও আদায় করা হয়নি। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ রাস্তাটি নির্মাণের কাজ শুরু করা হয়েছে। রাস্তাটি নির্মাণের পর খুব সহজেই এলাকার বাসিন্দারা মুল সড়কে উঠতে পারবেন।