পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ এক বরখাস্থকৃত কারারক্ষীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ পিরোজপুর। এ সময় তার কাছ থেকে ২৫পিস ইয়াবা উদ্ধার করে।
মঙ্গলবার রাতে ওসি আসলাম উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে মো. জাহিদুল ইসলাম (৪২) নামের ওই কারারক্ষীকে নিজ বাড়ির সামনে গ্রেপ্তার করে। সময় তার শরীরের তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। পূর্বে মাদক সম্পৃক্ততার কারণে জাহিদুলকে বরগুনা জেলা কারাগার থেকে বরখাস্থ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহিদুলের বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠিতে ৩টি, কাউখালীতে ১টি মাদক মামলা রয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া জানিয়েছেন, জাহিদুলকে ডিবি গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।