ঝালকাঠির নলছিটিতে মো. রিফাত (১৬) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। সোমবার বিকালে আমিরাবাদ স্ট্যান্ডের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. রিফাত উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামের বীরমুক্তিযোদ্ধা ফিরোজ খান এর ছেলে তিনি এবার এসএসসি পরিক্ষা দিয়েছেন। স্থানীয়রা জানিয়েছে, মো. রিফার পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। তবে এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। এর বিকেলে ফুটবল খেলতে আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে যাবার পথে মো. নাছিম, মো. ওসমান, মো. শুভ ও মো. ইশানসহ দুই থেকে তিনজন যুবক মিলে মো. রিফাতকে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারে এবং সাইকেল এর চেইনসহ লাঠিসোঠা দিয়ে পিটিয়ে শরিরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা করায়। এ ব্যাপারে নলছিটি থানা লিখিত অভিযোগ করা হয়েছে।