তেঁতুলিয়া ডাহুক ব্রীজের নীচে পাথর-বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জানা যায় শালবাহান হাটের সংগে ভজনপুর, বুড়াবুড়ী, দেবনগর এই তিনটি ইউনিয়নের সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যম ডাহুক নদীর উপর নির্মিত ব্রীজ। দীর্ঘদিন যাবত ওই ব্রীজের নীচে কিছু পাথর ব্যবসায়ী অবৈধভাবে মাটি কেটে পাথর-বালু উত্তোলন করে আসছিল। ফলে সড়কের উপর নির্মিত ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা গোপন সংবাদ পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে সংগে নিয়ে শালবাহান ইউনিয়নের কালিতলা বালাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় ডাহুক নদীর কালিতলা ব্রীজের পাশে ক্ষতিসাধন করে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলন করায় হাতে নাতে ধরে ৩ জনকে আটক করা হয়। আটকৃতরা হলো হারাদিঘী গ্রামের হবিবর রহমানের পুত্র হাফিজার রহমান (২৭), সরকারপাড়া গ্রামের মফিজুল ইসলামের পুত্র খাদেমুল ইসলাম (২৫), ডাহুকগুচ্ছগ্রামের মোস্তফা কামালের পুত্র আবু তাহের (২০)। এছাড়াও ঘটনাস্থল হতে পাথর ও বালু বোঝাই ৩টি ট্রাক্টর টলি জব্দ করা হয়। পরে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালতে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র উপস্থিত জনসাধারণকে সতর্ক করে বলেন, রাষ্ট্রের ক্ষতিসাধন করে পাথর, বালি ও মাটি উত্তোলন করে এমন কোন কাজ সম্পাদনকারী ব্যক্তি যে কেউ হোক না উপজেলা প্রশাসনকে জানালে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান নিয়মিত চলবে। এ সময় শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার এএসআই আসিফ সঙ্গীয় ফোর্সসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।