তিনতলা বিশিষ্ট সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেটি দীর্ঘ দিন ধরে পড়ে আছে অযতেœ অবহেলায়। প্রায় পোনে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটির কাজ শেষ হয়েছে প্রায় সাড়ে ৩ বছর আগে। উদ্ভুধন না হওয়ায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এটি। সুযোগে ভবনটির তিন দিক পরিণত হয়েছে মলমূত্র ত্যাগের নিরাপদ জায়গা। আর প্রধান ফটকের সামনে নিয়মিত ফসরা সাজিয়ে বসছে ভাসমান ব্যবসায়িরা। পেছনে পড়ে যাচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালটি। নিত্যদিন এসব চিত্র দেখে দু:খ আর আফসোস করলেও এ বিষয়ে কিছুই করতে পারছেন না স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সরজমিনে দেখা যায়, প্রায় পোনে ২ কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট আধুনিক ডিজাইনের এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছে সাড়ে তিন বছর আগে। প্রথম ও দ্বিতীয় তলায় হবে মার্কেট। আর তৃতীয়তলায় মুক্তিযোদ্ধাদের অফিস ও কনফারেন্স কক্ষ হওয়ার কথা। রাজনৈতিক ঘেরাকলে আটকে আছে উদ্ধোধন। কম্পিউটারসহ কয়েক লাখ টাকার মূল্যবান ফার্ণিসার্স ও অন্যত্র পড়ে আছে অযতেœ। ২৪ ঘন্টা প্রধান ফটক থাকে তালাবদ্ধ। ফলে ভবনের প্রত্যেকটি কক্ষে মাকড়শার জাল, ধূঁলোবালিতে তলিয়ে যাচ্ছে। ফ্লোরে মাটির স্থর পড়ছে। সুযোগ নিচ্ছে এক শ্রেণির লোকজন। ভবনটির প্রধান ফটক পশ্চিম দিকে। ফটকের এক পাশে তৈরী করা আছে বঙ্গবন্ধুর ম্যুরাল। বিভিন্ন জাতীয় গুরূত্বপূর্ণ দিবসে ওই ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বর্তমানে প্রধান ফটকের সামনে ও ম্যুরালটি ঘেষে নিয়মিত ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করছেন এক শ্রেণির লোক। দোকানের ফসরায় পেছনে পড়ে যাচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরালটি। আর ভবনটির উত্তর, দক্ষিণ আর পূর্ব দিকে নিয়মিত মলমূত্র ত্যাগ করছে বাজার ও বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন। ভবনটির কাছে গেলে দূর্গন্ধে নাক চেপে ধরতে হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী আক্ষেপ করে বলেন, কি আর বলব। অনেক চেষ্টা করেছি। উদ্বোধন হয়নি। সেখানে আমরা যেতেও পারছি না। মূল্যবান জিনিষপত্র অন্যত্র থেকে নষ্ট হচ্ছে। চোখের সামনে ভবনটির চারিদিকে ইচ্ছেমত মানুষের মলত্যাগ ও ময়লা আবর্জনা ফেলার চিত্র দেখছি। ফটকের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালকে পেছনে ফেলে ৪-৫ জন কাপড়ের ব্যবসা করছে। কেউ কিছু বলছেন না। আমি বেশ কয়েকটি সভায় কথা গুলো বলেছি। কোন কাজ হয়নি। সরাইলের মুক্তিযোদ্ধারা মারা যাওয়ার পরই হয়ত ভবনটির ব্যবহার শুরূ হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, প্রধান ফটকের সামনে মার্কেট বসাবে আর তিনদিকে মলমূত্র ত্যাগ করবে এটা হতে পারে না। এ বিষয়ে অবশ্যই আমাদের করণীয় আছে। আমি বিষয়টি এইমাত্র আপনার কাছ থেকে জানলাম। দ্রƒতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।