কিশোরগঞ্জের হোসেনপুরে ঝগড়া থামাতে গিয়ে রিয়াদ খান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ মিয়া উপজেলার বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে ও স্থানীয় পিপলাকান্দি উচ্চবিদ্যালয়ের চলতি এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদের চাচাতো বোনের বিয়ে হয় বীর হাজীপুর গ্রামে। স্বামীর বাড়ির লোকজন রিয়াদের চাচাতো বোনকে বিভিন্নভাবে অত্যাচার করত। রোববার (২৮ মে) দিবাগত রাত ১১টার দিকে এ নিয়ে রিয়াদের বাবা স্বপন মিয়ার সঙ্গে তাদের পরিবারের লোকদের কথা কাটাকাটি হয়। রিয়াদ তাদের থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউল হকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াদকে ছুরিকাঘাত করে রবিউল। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।