নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে অপমাননাকর ও উদ্ধত্যপূর্ন বক্তব্য প্রদানকারী নোয়াখালী জেলা বিএনপি নেতা ও সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানকে সেনবাগে অবাঞ্ছিত ঘোষনা করেছে সেনবাগ উপজেলা আওয়ামীলীগ।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে অপমাননাকর ও উদ্ধত্যপূর্ন বক্তব্য রাখার প্রতিবাদে ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব এক প্রতিবাদ সভা থেকে ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমানকে অবাঞ্ছিত ঘোষনা কনের সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন।এসময় দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওয়তায় আনার দাবী জানান।
ছাতারপাইয়া মাদ্রাসা মাঠে ছাতারপাইয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে ও সেক্রেটারী সোহবার হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সেনবাগ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, সেনবাগ পৌরসভা আওয়ামীগ সভাপতি আ.স.ম জাকারিয়া আল মামুন, এমপির স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী ,সেনবাগ পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাজাহান পাটোয়রাী, আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আবদুল মোমিন,খোরশেদ আলম কন্টাক্টর প্রমুখ।
জানাগেছে,গত ২৫ মে রাতে সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক এবং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান তার বক্তব্যে বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনা ওনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যন্য দেশের প্রধানমন্ত্রী যদি কোথায় সফরে যায় ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকায় যায় জুতার মালা দিয়ে বরণ করা হয়।
তার ওই উদ্ধত্যপূর্ন বক্তব্য সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। এবং চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওয়ায় আনার দাবী জানিয়ে শনিবার বিকেলে ওই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা থেকে আবদুর রহমান চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।