মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল ৯টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন হয়েছে। সভাপতি পদে বাঘ প্রতীকে হাজ্বী রেজাউল করিম ভূলু, হরিণ প্রতীকে আলহাজ্ব হান্নান সরকার ও হাতি প্রতীকে হাজ্বী আসাদুল ইসলাম প্রতিদ্বন্ধীতা করেছে। ভোটাররা যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
এতে ভোট প্রদান করেন ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান কমিটির আজীবন সদস্য, দাতা সদস্য ও মসজিদ কমিটি সদস্যগন। মোট ভোটার সংখ্যা ছিলো ৬০২জন। এর মধ্যে ৪০৪ জন সদস্য ভোট প্রদান করেন।
উক্ত নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার আরিফ জামিল ফারুকী ভোট গননা শেষে সবার সামনে ফলাফল ঘোষনা করেন। প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে সন্তোষ প্রকাশ করছেন।
ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ মো. লিটন বলেন, ভোট সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে সভাপতি পদে হান্নান সরকার ২০৪ ভোট পেয়ে জয়লাভ করেন।