আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির যুগ্ন- মহাসচিব ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 'আওয়ামী লীগ কোনো দল নয়। তারা হচ্ছে লুটেরা ও খুনি। এরা হচ্ছে গুম-খুনের সহায়ক শক্তি। বাংলাদেশ একটি মাত্র দল হচ্ছে বিএনপি।কারণ ১৪টি বছর বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।'
শুক্রবার (২৬ মে) বিকেলে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদারীপুর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বর্তমান সরকারের পদত্যাগসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।
এই জনসভায় সাবেক এই সংসদ সদস্য বলেন, 'বাংলাদেশের মানুষ এখন আর দেশের মালিক নয়। এখন এ দেশের মালিক হচ্ছে শেখ হাসিনা, তার পরিবার ও দলের নেতাকর্মীরা। দুর্নীতিবাজ কর্মকর্তা ও দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এরা সবাই মিলে একটি চক্র। এই চক্রটি বাংলাদেশকে দখল করে বসে আছে। সুতরাং এ চক্রের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিবাদ গড়ে তুলতে হবে। আগামী দিনের জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।'
নির্বাচনব্যবস্থার সমালোচনা করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, 'কিসের নির্বাচন। এখন আমাদের নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই। এখন আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে, এ সরকার পদত্যাগ করতে হবে সবার আগে। এ সরকার অনির্বাচিত, অবৈধ সরকার গঠন করে আওয়ামী লীগ বসে আছে ক্ষমতায়। এখন দেশের জনগণ আওয়ামী লীগের সাথে নাই। দেশের মানুষ একটি পরিবর্তন চায়।'
তিনি বলেন, এখন কোনো নির্বাচন নয়, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলাই বিএনপির একমাত্র লক্ষ্য। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক।
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান এস সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সহ-গণ শিক্ষাবিষয়ক সম্পাদক আলহাজ্ব আনিসুর রহমান তালুকদার খোকন, এছাড়াও জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধার সম্পাদক আসাদুজ্জামান পলাশ, মিলটন বৈদ্য, মোঃ সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু।
এ জনসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শরীফ মোঃ সাইফুল কবীর, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান ফুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ অলিউর রহমান দর্জি, সদস্য সচিব মোঃ অহিদুজ্জামান খান অহিদ, ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোঃ কামরুল হাসান প্রমুখ।
উক্ত জনসমাবেশে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে আলহাজ্ব আনিসুর রহমান তালুকদার খোকন এর সমাবেশ স্থলে প্রবেশের চিত্র ছিলো চোখে পড়ার মতো। সমাবেশ স্থলে হাজার হাজার নেতা-কর্মীদের একটাই শ্লোগান ছিলো তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই সহ বিভিন্ন শ্লোগানে রাজপথ ছিলো মুখরিত। অনেককে বলতে দেখা গেছে আজকের মাদারীপুর যেন জিয়ার সেনাদের এক মিছিলের নগরী।