মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর গ্রামের লেবুতলা নামক স্থানে বজ্রপাতে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড় টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। তারা হলেন লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের পাইকারা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে জুম্মন সরদার (৩৮) সে অটো রিকসা চালক। অপরজন তার বন্ধু একই ইউনিয়নের পাশের ধীরপুর গ্রামের মৃত শাজাহানের ছেলে কাউসার আহমেদ (৩৫), সে মাছ ব্যবসায়ি।
সিরাজদিখান থানা পুলিশ ও কুসুমপুর গ্রামবাসির তথ্যানুযায়ী জানা যায়, দুপুর ১ টার দিকে প্রবল বৃষ্টি শুরু হয় দেড়টার দিকে বজ্রপাতের বিকট শব্দ হয়। ১০/ ১৫ মিনিট পর গুড়ি গুড়ি বৃষ্টির সময় এলাকাবাসী দেখেন একটি অটো রিকসা রাস্তার পাশে রয়েছে। পাশেই একটি একচালা টিনের দোকান ঘর, সেখানে লাকড়ি বিক্রি করা হয়। ঘরটির চারদিক কোন বেড়া নেই। ঘরের পাটাতনের উপর এক সাইডে লাকড়ির স্তুপ অপর সাইডে দুইজন লোক পরে আছে। লোকজন কাছে গিয়ে দেখেন দুইজনেরই মৃত্যু হয়েছে। তারা থানায় ফোন দেয়। পরে বিকাল ৩ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
থানা ডিএসবি'র তথ্যে জানান, পুলিশ লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।