শেরপুরের নালিতাবাড়ীতে গরু চড়াতে গিয়ে গরুর রশিতে গলায় ফাঁস লেগে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া (১২) ওই এলাকার মৃত মজবির রহমানের ছেলে। সে স্থানীয় একটি হিফজুল কোরআন মাদ্রাসায় পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল তাদের গৃহপালিত দুইটি গরু প্রতিদিনের মতো বাড়ির সামনে থাকা রাস্তার পাশে চড়াতে যায়। এরপর একটি গরু বেঁধে আরেকটি ঘাস খেতে ছেড়ে দিয়ে ওই গরুর রশি রাস্তার পাশে থাকা একটি ছোট ইউক্যালিপটাস গাছে বেঁধে ঝুলে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত রাস্তার ঢালে পা পিছলে রশিতে ঝুলে তার গলায় ফাঁস লেগে যায়। পরে বাড়ি থেকে স্বজনেরা দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি নিলে বাড়িতেই মারা যায় জুয়েল। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল লতিফ মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।