বন্যার ক্ষতি থেকে বাঁচতে হলে, সচেতন হই সবাই মিলে -এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বন্যায় ক্ষয়ক্ষতি রোধে জেলা পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে ২০২৩, রবিবার বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সহযোগিতায়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএমও ডা: এ,বি,এম তানজিমুল হক।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
কর্মশালায় বন্যা, ভূমিধস ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে নিজেকে ও অন্যদের বাঁচাতে সবার করণীয়, বন্যা থেকে রক্ষা জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিশুদের সাঁতার শিখা সম্পর্কে সতর্কতা ও জনসচেতনতামূলক বক্তব্য পেশ করা হয়।
উল্লেখ্য, কর্মশালাটিতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারী, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।